Sunday 28 August 2016

কাশ্মির ভ্রমন

মাত্র ২৫১৬০ টাকা খরচে আপনি আরামছে কাশ্মির ভ্রমন করতে পারবেন। (গুলমার্গ, পেহেলগ্রাম, সোনমার্গ, শ্রীনগর, জুম্মু একটাও বাদ যাবেনা)
কিভাবে দেখে নিন-
















ডে ০ঃ শুরুতেই আপনি ১৮০০ টাকা দিয়ে ডিরেক্ট কলকাতা বাসের টিকিট ক্রয় করে কলকাতার উদ্দশ্যে রওনা হলেন। পথি মদ্ধ্যে হালকা স্ন্যাকস খেয়ে নিলেন ১০০ টাকার। সকালে বেনোপল বর্ডারে নাস্তা খেয়ে নিলেন ১০০ টাকায়। মোট আপনার খরচ হল ২০০০ টাকা।
ডে ১ঃ কলকাতা পৌছে যেকোন হটেলে ডে হিসাবে চেক ইন করলেন ৫০০ রুপি হিসাবে। দুপুরের খাবার জন্য বরাদ্দ রাখলেন ২০০ রুপি। রাতের জন্যও সেম ২০০ রুপি। জাম্মু যাওয়ার ট্রেন ১৬১০ রুপি। এই হিসাবে আপনার খরচ ২৫১০ রুপি যা বাংলা টাকায় ৩২৬০ টাকার মত।
ডে ২ঃ সারা দিন ট্রেন এ। খাবার বাজেট ধরেন ৫০০ রুপি হিসাবে ৬৫০ টাকা।
ডে ৩ঃ জাম্মু পৌছালেন। সকালের নাস্তা ১০০ রুপি। দুপুর রাতের খাবার ৪০০ রুপি। গাড়ী নিয়ে চলে গেলন শ্রীনগর। মোট খরচ ৫০০ রুপি হিসাবে ৬৫০ টাকা। শ্রীনগর এর হোটেল এবং গাড়ীর ভাড়া নিয়ে পরে কথা বলছি।
ডে ৪ঃ সোনমার্গ ঘুরতে গেলেন। দুপুরের খবার ২০০ রুপি (২৬০ টাকা)
ডে ৫ঃ গুলমার্গ ঘুরতে গেলেন। দুপুরের খবার ২০০ রুপি (২৬০ টাকা)
ডে ৬ঃ শ্রীনগর সিটি ট্যুর। দুপুরের খবার ২০০ রুপি (২৬০ টাকা)
ডে ৭ঃ পাহেলগাম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দুপুরের খাবার ২০০ টাকা। লাঞ্চের পর আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দন ওয়ারী দেখে নিলেন। রাতে পাহেলগাম থাকলেন। এই দিনের খরচ ২০০ রুপি (২৬০ টাকা)
ডে ৮ঃ ব্রেক ফাস্টের পর জাম্মুর উদ্দেশ্যে বেড়িয়ে পরলেন। রাতের দুপুর রাতের খাবাবের জন্য বাজেট ৪০০ রুপি হিসাবে ৫২০ টাকা। রাতে কলকাতার উদ্দেশ্যে রউনা হয়ে যান। টিকিট প্রাইস ১৬১০ রুপি হিসাবে ২১০০ টাকা। এই দিন টোটাল খরচ ২৬২০ টাকা
এতো দিন মানে, জাম্মু থেকে গাড়িতে উঠে শ্রীনগর হটেল, সকালের নাস্তা রাতের খাবার এর সাথে পাহেলগাম হয়ে জাম্মু পর্যন্ত শ্রীনগরের ট্যুর অপেরাটর শাবির বেগ ভাই আপনাকে চার্জ করবে সদস্য বিশিষ্ট গ্রুপের জন্য মাত্র ৮০০০ রুপি জন প্রতি হিসাবে ১০৪০০ টাকা।
ডে ৯ঃ সারাদিন ট্রেন এ। খাবার বাজেট ৫০০ রুপি হিসাবে ৬৫০ টাকা।
ডে ১০ঃ কলকাতা পৌছে গেলেন। হোটেল নিয়ে নিন। হোটেল+ খাবার এরজন্য সারাদিন এর বাজেট রাখুন ১২০০ রুপি হিসাবে ১৫৬০ টাকা।
ডে ১১ঃ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ১৮০০ টাকা + খাবার ৫০০ টাকা। সন্ধ্যায় বাড়ি চলে যান। কারন ট্যুর এখানেই শেষ।
তার মানে পর্যন্ত আপনার খরচ ২৫১৩০ টাকা।
Courtesy: Dhrubo Ahmed