Monday 29 August 2016

বান্দরবান







সামনে ঈদের ছুটি, অনেকেই হয়তো ঘুরতে যাবেন; এই পোষ্টে বান্দরবান ঘুরতে আসার জন্যে কয়েকটা ট্যুর প্ল্যান দিলাম, নিজের বাজেট সময় অনুসারে কোন একটা বেছে নিতে পারেন
ট্যুর প্ল্যান-১ঃ
সময়ঃ এক রাত দুই দিন
বাজেটঃ জনপ্রতি ৪০০০-৪৫০০ টাকা

(এক সাথে - জন বা ১০-১২ জন আসলে বেটার )
১ম দিন সকালে পৌঁছে ফ্রেশ হয়ে নাশ্তা করে মেঘলা, নিলাচল/ টাইগার হিল, রামজাদি মন্দির এসব দেখতে পারেন।
যদি আপনারা - জন বা ১০-১২ জন হয়ে থাকেন তাহলে একটা জীপ/চান্দের গাড়ি সারা দিনের জন্যে রিজার্ভ নিতে পারেন সিটের গাড়ি ১০০০ টাকা আর ১৪ সিটের গাড়ি ১৪০০ টাকা নিবে শেষ স্পট নীলাচল রাখবেন যাতে বিকেলটা ওখানে কাটানো যায়
(একা বা - জন হলে সিএনজিতে চড়তে হবে)
রাতে বান্দরবান শহরটা ঘুরে দেখবেন এবং ওখানেই থাকবেন বান্দরবানে বিভিন্ন মানের হোটেল আছে, যে কোন একটাতে উঠে পড়ুন ৩০০/৫০০ টাকায়ও সিঙ্গেল রুম পাওয়া যায়
২য় দিন একটা জীপ/চান্দের গাড়ি ভাড়া করে চিম্বুক, শৈলপ্রপাত, নীলগিরি ঘুরে আসতে পারেন চান্দের গাড়িতে সর্বোচ্চ ১২/১৩ জন উঠতে পারবেন, টোটাল ভাড়া নিবে ৩৮০০-৪০০০
আপনার বাজেট যদি একটু বেশি হয় এবং কিছুটা আরামপ্রিয় হয়ে থাকেন তাহলে আপনি ল্যান্ড ক্রুজারে করে যেতে পারেন, একটাতে সর্বোচ্চ জন উঠতে পারবেন, ভাড়া ৪০০০-৪২০০ টাকা নিবে
ট্যুর প্ল্যান-২ঃ
সময়ঃ রাত দিন
বাজেটঃ ৫০০০-৫৫০০
ট্যুর প্ল্যান এর সাথে আপনি নাফাকুম যোগ করতে পারেন, তবে একটু ভিন্ন উপায়ে
সকালে বান্দরবান পৌছে জিপে (চান্দর গাড়ি) করে চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত নীলগিরি দেখে থানচিতে পৌছানো। থানচিতে দুপুরের খাবার খেয়ে একজন গাইড সাথে নিয়ে নৌকা করে তিন্ডু, রাজাপাথর হয়ে রেমাক্রিতে পৌছানো। আদিবাসী রিসোর্টে রাত্রিযাপন।
পরদিন সকালে সূর্যোদয় উপভোগ করে নাফাক্ষুমের উদ্দেশ্যে হাইকিং শুরু। নাফাক্ষুমের সৌন্দর্য উপভোগ করে রেমাক্রিতে ফিরে আসা এবং রাতে আদিবাসী রিসোর্টে রাত্রিযাপন।
এরপরের দিন সকালে নৌকায় করে থানচিতে আসা। থানচি থেকে রিজার্ভ জিপে (চান্দের গাড়ি) করে বান্দরবান। বিকেলে মেঘলা+নীলাচল ঘুরে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা
ট্যুর প্ল্যান-৩ঃ
সময়ঃ রাত দিন
বাজেটঃ ৫০০০-৫৫০০
ট্যুর প্ল্যান এর সাথে আপনি বগালেক যোগ করতে পারেন ফ্যামিলি নিয়ে গেলে প্রথম দুই প্ল্যানের কোন একটাতে যেতে পারেন, যদি বন্ধু-বান্ধবরা মিলে যান তাহলে এটা ফলো করতে পারেন
১ম দিনঃ ঢাকা (রাতে) > বান্দরবান (ভোর) > রুমা বাজার (সকাল ১১টা ) > বগা লেক (দুপুরের মধ্যে )
**বগা লেকে রাত থাকা... .../
২য় দিনঃ বগা লেক থেকে রুমা বাজার ( দুপুর) > বান্দরবন শহর বিকালে নীলাচল টা ঘুরে আসা রাতে বান্দরবন থাকা ... ... /
৩য় দিনঃ সকালে উঠে মেঘলা-শৈলপ্রপাত- চিম্বুক-নীলগিরি দেখার জন্যে একটা জীপ বা চান্দের গাড়ি নিয়ে নিবেন
ঘুরাঘুরি সাথে জম্পেস খাওয়াদাওয়া ... বিকাল চট্টগ্রাম ... রাতে
ট্রেনে করে হৈ চৈ করতে করতে ঢাকার উদ্দেশ্যে রওনা...!!! আপনারা চাইলে সরাসরি বান্দরবান থেকেও বাসে করে ঢাকা ফিরতে পারবেন
বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি বিষয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের এই Beautiful Hill Tracts of Bangladesh পেজে লাইক দিয়ে রাখুন, আর ইমার্জেন্সী কোন তথ্য দরকার হলে ইনবক্সে নক করতে পারেন, ধন্যবাদ
পোস্টটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, পরে কখনো যেতে চাইলে কাজে লাগবে
বিঃদ্রঃ কোথাও ঘুরতে গেলে খেয়াল রাখবেন আপনার দ্বারা বা আপনার সাথে যারা যাবে তাদের দ্বারা উক্ত স্থানের কোন ধরণের যেন ক্ষতি না হয়, যে কোন ধরণের উচ্ছিষ্ট (প্যাকেট/বোতল) যেখানে যেখানে না ফেলে সাথে করে নিয়ে আসবেন
প্রকৃতির মাঝে আমরা ভ্রমনপ্রিয়রা সৌন্দর্য আহরণ করতে যাই, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত যে- আমাদের দ্বারা যেন সেই প্রকৃতির সৌন্দর্য বিনষ্ট না হয়
ছবিগুলো নেট থেকে নেয়া