Monday 29 August 2016

আমিয়াকুম, সাতভাইকুম - বান্দরবানের গহীনে অবস্থিত দুইটি অসাধারণ জায়গা







আমিয়াকুম, সাতভাইকুম - বান্দরবানের গহীনে অবস্থিত দুইটি অসাধারণ জায়গা
ছবিতে কিংবা লিখে এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না, - দিন হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাতগুলোর উদ্দেশ্যে, দেখুন কত দারুণ জায়গাই না আছে আমাদের এই বাংলাদেশে !!!







এখানে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে বান্দরবান, সেখান থেকে লোকাল বাস বা চান্দের গাড়িতে করে থানছি (৮৪কিমি), থানছি থেকে নৌকায় ঘণ্টার পথ রেমাক্রি
থানচি থেকে আপনাকে গাইড নিতে হবে, আর সাথে লাইক জ্যাকেট নিয়ে আসবেন অবশ্যই
এসব জানা অজানা সৌন্দর্য দেশে-বিদেশে ছড়িয়ে দিতে পেজের পোস্টগুলো শেয়ার করবেন, অনেকেই নতুন করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানবে, বাংলাদেশে ভ্রমণে মানুষ জন আগ্রহী হবে; দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে
-[]- যেখানেই বেড়াতে যান না কেন ময়লা আবর্জনা, যে কোন খালি প্যাকেট বা বোতল ইত্যাদি যেখানে সেখানে ফেলে প্রকৃতির সৌন্দর্য ধ্বংস করবেন না, আপনার ভ্রমণসঙ্গীদেরকেও ব্যাপারে সতর্ক করুন
ছবিঃ আয়ে মং, ইমরান বিন মাজহার