Wednesday 7 September 2016

অনুপম আশ্চর্য্যের অদ্ভূদ সৌন্দর্য্যের লীলাভূমি লোভাছড়া (LUVACHURA)

অনুপম আশ্চর্য্যের অদ্ভূদ সৌন্দর্য্যের লীলাভূমি লোভাছড়া !! যেভাবে যাবেন : দেশের যেকোনে জায়গা থেকেই সিলেট এসে বাসে করে ৬০ টাকা দিয়ে যাওয়া যাবে কানাইঘাট। অথবা সিলেট থেকে সিএনজি রিজার্ভ করেও যাওয়া যাবে। এক্ষেত্রে ভাড়া নেবে ৬শ টাকার মতো। কানাইঘাট থেকে নৌকা করে লোভাছড়ায় যেতে জনপ্রতি ভাড়া নেবে ৩০-৪০ টাকা করে।


যা সঙ্গে নেবেন : ক্যামেরা, দুপুরের খাবার, পানি, হালকা নাশতা, লুঙ্গি বা থ্রি কোয়ার্টার।
সাবধানতা : একা একা বনে ঢুকলে বিপদ হতে পারে। দলবেঁধে চলবেন, নয়তো পথ হারিয়ে ফেলতে পারেন। নদীতে জলকেলি খেলার সময় গভীরে যাবেন না। সাঁতার না জানলে নদীতে নামবেন না। নদী তীরে কোথাও ডুবোচর আছে কিনা, স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিবেন। লোভাছড়ায় ঢুকার সময় জুতো পরে নিবেন। সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবেন না।
ভ্রমণ বিষয়ক আরও পোস্ট পড়তে ভিজিট করুন আমাদের পেইজে-
পেইজ লিঙ্ক- Sylhet & Coxsbazar Tourist Spots
ভালো হয় : যদি স্থানীয় কারো সাথে যোগাযোগ করে সেখানে যেতে পারেন। অথবা আগে সেখানে গিয়েছে, এমন কাউকে সঙ্গে রাখলে।