Monday 29 August 2016

দার্জিলিং



দার্জিলিং যাওয়া -আসা, হোটেলে থাকা, ঘোরাঘুরি মিলিয়ে দিনের টুরে বাংলাদেশি টাকায় খরচ হইছে মাত্র ৫৮৫০ (খাওয়া এবং ভিসা খরচ বাদ দিয়ে) টাকা আমার। প্রতি এক জনের খরচ এটা শুধুমাত্র ঘোরার।


এটা গাড়ি ভাড়া, দার্জিলিং এবং কালিম্পং ঘোরাঘুরি, হোটেলে থাকার খরচ।
ভিসা লাগানো, খাওয়া খরচ ও 

শপিং খরচ নিজের উপর।
মিনিমাম ৪ জন যাবেন।
৬/৮/১০ জন গ্রুপ করে গেলে খরচ আরো কমবে।
খাওয়া খরচ বাংলাদেশের মতনই।
অফ সিজনে গেছি আমরা। অন সিজনে খরচ আরো বাড়বে।
কেউ যদি যেতে চান এখন অফ সিজনেই যান। অন সিজনে ২০-২৫% খরচ বাড়বে।



.
Details with cost : প্রতি এক জনের খরচ এটা শুধুমাত্র ঘোরার।
Travel Tax-500 tk (sonali bank anywhere)
Comilla To Dhaka(Gulistan)- 160+20+15=195tk- By Bus
Gulistan to Gavtoli - 30 taka- By BRTC Bus
Gavtoli to Burimari-480 taka -By Nabil Paribahan bus (বাসের মূল ভাড়া ৬০০/৬৫০/৭০০ টাকা বাসভেদে, আমরা সহজ.কম এর মাধ্যমে আগে টিকেট কাটার ফলে কিছু টাকা ছাড় পাইছি।)
Burimari Bangladeah Border cost -150 taka
Changrabandha Indian border cost- 100 taka
ইন্ডিয়ান বর্ডারে এসে টাকা বা ডলার ঐ দিনের রেট অনুযায়ি রুপিতে পরিবর্তন করে নিবেন। পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা লাগে না, যেটা নিয়ে আমরা টেনশনে ছিলাম।
আমরা ১০০ টাকায় ৮২ রুপি পেয়েছিলাম।
বর্ডারে এসে আরো ২ জনের সাথে দেখা হল, তারা ও শিলিগুড়ি যাবে। ৬ জনে টেক্সি নিলাম।
Changrabandha to Shiliguri - 150 Rupee /১৮৩ টাকা - By taxi. (কেউ বাসে গেলে লাগবে ৬০ রুপি/ ৭৩ টাকা , তবে দেরি হবে অনেক)
Shiliguri To darjiling - 200 rupee/244 taka.- By jeep- (4 জনে জীপ নিছিলাম, পরে ড্রাইভার রাস্তায় আরো লোক উঠাইছে, আমরা কিছু বলি নাই, কারন গাড়িতে জায়গা ছিল, কিন্তু এরকম হবে জানলে ১৫০ রুপি করে যেতে পারতাম।)
Darjiling e Hotel vara - 275 rupee+275 rupee+ 167 rupee/ টোটাল ৮৭৪ টাকা রুম ভাড়া (৪ জনে বড় রুম নিছি ১১০০ রুপি দিয়ে - ২ রাত থাকছি ওখানে, পরে আরো ২ জন বাংলাদেশি ভাই পাওয়াতে, আমরা ৬ জন অন্য আরেকটা হোটেলে চলে যাই। ওখানে রুম নেই ১০০০ রুপি দিয়ে। আসার আগের রাতে ওখানেই ছিলাম। ৩ রাতের হোটেল ভাড়া দিলাম ৮৭৪ টাকা।
হোটেল সোনালি, হোটেল রওনক)
Darjiling to kalimpong sight seeing - 600 rupee/732 taka- By jeep ( ৪ জনে ২৪০০ রুপি দিয়ে সারাদিনের জন্য গাড়ি ভাড়া নিছি, এখানে খরচ আরো কমানো যেত, যদি লোক আরো বেশি থাকতাম।)
Darjiling City Sight seeing - 335 rupee/ 406 taka. (৬ জনে ২০০০ রুপি দিয়ে গাড়ি ভাড়া করছি, আমরা ৪ জন +২ বড় ভাই)
এবার ফেরার খরচ
Darjiling to shiliguri - 130 rupee/158 taka- by jeep
Shiliguri to Changrabandha Border - 300 rupee/365 taka.- By taxi
( ৪ জনে মিলে ১২০০ রুপি দিয়ে রিজার্ভ করছিলাম, এখানে খরচ কমানো যেত লোক বেশি থাকলে , ১০০০ রুপি দিয়েও পারতাম, ক্লান্ত ছিলাম তাই আর তর্কাতর্কি বা আরো গাড়ি খোজাখুজি করি নাই, রাজি হযে গেছি। কারন শিলিগুড়ি তে যে গরম পড়ছিল, পারলে পালিয়ে বাচি আরকি!)
Changrabandha border cost- 100 rupee/122 taka.
BUrimari border cost -200 taka( এখানে ৫০ টাকা বেশি নিছে, এখানে যত তর্ক করবেন খরচ তত কমবে, আমাদের কারুরই তর্ক করার মোড ছিল না)
Burimari to Dhaka ( Gavtoli) - 600 taka- By Nabil Paribahan bus
Gavtoli to gulistan- 25 taka -by welcome bus
Sayedabadh to comilla ( till my home) = 150+15+20= 185 taka.
বি. দ্র. দার্জিলিং এবং কালিম্পং এ সাইট সিয়িং এর সময় বিভিন্ন পার্ক এবং জাদুঘর এ ঢুকতে আমার ২৫০ রুপি বা ৩০০ টাকার মতন খরচ হয়েছে টোটাল প্রতি জনে। এটা আপনার উপর। ঢুকলে খরচ, নইলে নাই।
খাওয়া দাওয়া বাইরে করছি। মুসলিম হোটেল আছে আবার ভেজিটেরিয়ান হোটেলও আছে। তবে ভাতের খরচ একটু বেশি। তবে খাওয়া নিয়ে কষ্ট নাই, সবই পাবেন।
যে হোটেলে থাকবেন অই হোটেলে খাবেন না, খরচ বেশি রাখবে, বাইরে খাবেন।
আর খরচের কথা হোটেল মালিকের সাথে কথা বলে একবারে ভেংগে নিবেন।
All india airtel sim কিনবেন একটা। কিনে ৩৬ রুপি রিচার্জ করবেন। এটাকে পাওয়ার রিচার্জ বলে। করলে বাংলাদেশে মিনিটে ২ রুপি দিয়ে কথা বলতে পারবেন। নইলে মিনিটে ১২ রুপি কাটবে।
Total Bangladeshi Taka cost = ৫৮৫০ টাকা (খাওয়া এবং ভিসা খরচ বাদে)
ভিসা তে পোর্ট দিবেন চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি
Multiple entry diben.যদি আরো একবার যান? :-)
মেয়াদ পাবেন ৬ মাস।
ভিসা করাতে দালাল খরচ ২০০০ এবং ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা প্রসেসিং ফি ৬০০ টাকা।
আসলে ঘুরতে গেলে খরচ অনেক। বাদ দিন। ঘুরতে গেলে এত চিন্তা করলে হয় না। বেরিয়ে পড়ুন।
১০ জন যান একসাথে। খরচ অনেক কমবে ইনশাআল্লাহ।
এটা আমার প্রথম লেখা টুরের বিবরন নিয়ে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কোন তথ্য বাকি থাকলে বলবেন, এড করে দিব।
ধন্যবাদ

লেখাঃ Md Emran Hossain