Monday 29 August 2016

কক্সবাজার-সেন্টমার্টিন ঘুরতে যাওয়ার প্ল্যান



সামনে ঈদের ছুটিতে অনেকেই কক্সবাজার-সেন্টমার্টিন ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছেন- তাদের জন্যে কিছু ট্যুর প্ল্যান দিলাম- নিজের বাজেট এবং সময় অনুসারে আপনার প্ল্যান বেছে নিতে পারেন
প্ল্যান-১ঃ
#সময়- রাত দিন, #বাজেট- ৩০০০-৩৫০০
স্পট সমুহঃ কক্সবাজার এবং আশেপাশে যা আছে (সেন্টমার্টিন বাদে)
রাতের বাসে কক্সবাজার রওনা-
১ম দিন সকালে কক্সবাজার হোটেলে চেক ইন একঘণ্টা রেস্ট+নাস্তা করে বীচে যাওয়া। সর্বোচ্চ পর্যন্ত বীচে অবস্থান + গোশল রেস্ট হাউসে ফিরে দুপুরের খাবার + রেস্ট নিয়ে বিকাল টার দিকে বীচে যাওয়া সুর্যাস্থ + রাতের বীচ দেখে টার দিকে রেস্ট হাউসে ফেরা এই সময় এনার্জি থাকলে কেনাকাটা, বার্মিজ মার্কেট ঘুরে দেখতে পারেন, আর নয়তো পরের দিন রাতে
২য় দিন
ভোরের সুর্যদয় দেখে নাস্তা সেরে টার মধ্যে বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়া। দুপুরে ফিরে এসে খাওয়াদাওয়া করে হিমছরি+ইনানি দেখতে যাওয়া সন্ধ্যার মধ্যে কক্সবাজার ফিরে এসে রেস্ট নিয়ে সন্ধ্যার পর বীচে যাওয়া পূর্নিমায় আলোয় সমুদ্র আবগাহন করা রাতে খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা











প্ল্যান-২ঃ
সময়- রাত দিন
বাজেট- ৬০০০-৬৫০০
স্পটঃ কক্সবাজার+এবং আশেপাশে যা আছে+সেন্টমার্টিন
প্ল্যান- এর সাথে সেন্টমার্টিন যোগ করবেন ২য় দিন আপনাদেরকে হোটেলেই থাকতে হবে, ৩য় দিন সকালে সেন্ট মার্টিনে যাওয়া, দুপুরে সেন্টমার্টিন পৌঁছে হোটেলে চে কিন খাবার খেয়ে বীচে গমন, এদিক ওদিক ঘুরাঘুরি
৪র্থ দিন- সকালে ছেড়া দ্বীপ যাওয়া, ১২ টার মধ্যে হোটেলে ফিরে এসে চেক আউট, এদিক ওদিক ঘুরাঘুরি, দুপুরের খাবার খেয়ে জাহাজে উঠা, বেলা টায় টেকনাফের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দিবে সন্ধ্যায় টেকনাফ পৌঁছে ওখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা
প্ল্যান-৩ঃ
সময়- রাত দিন
বাজেট- ৫০০০-৫৫০০
স্পটঃ কক্সবাজার+সেন্টমার্টিন+ছেড়াদ্বীপ
১ম দিন সকালে কক্সবাজার হোটেলে চেক ইন রেস্ট+নাস্তা করে বীচে যাওয়া। সর্বোচ্চ পর্যন্ত বীচে অবস্থান + গোশল রেস্ট হাউসে ফিরে দুপুরের খাবার + রেস্ট নিয়ে হিমছরি+ইনানি দেখতে যাওয়া সন্ধ্যার মধ্যে কক্সবাজার ফিরে এসে রেস্ট নিয়ে সন্ধ্যার পর বীচে যাওয়া পূর্নিমায় আলোয় সমুদ্র আবগাহন করা রাতে হোটেলে থাকা এনার্জি থাকলে কেনাকাটা, বার্মিজ মার্কেট ঘুরে দেখতে পারেন
২য় দিন সকালে সেন্ট মার্টিনে যাওয়া, দুপুরে সেন্টমার্টিন পৌঁছে হোটেলে চেক ইন খাবার খেয়ে বীচে গমন, এদিক ওদিক ঘুরাঘুরি
৩য় দিন- সকালে ছেড়া দ্বীপ যাওয়া, ১২ টার মধ্যে হোটেলে ফিরে এসে চেক আউট, এদিক ওদিক ঘুরাঘুরি, দুপুরের খাবার খেয়ে জাহাজে উঠা, বেলা টায় টেকনাফের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দিবে সন্ধ্যায় টেকনাফ পৌঁছে ওখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা
প্ল্যান-৪ঃ
সময়ঃ রাত দিন
বাজেট- ৪০০০-৪৫০০
স্পটঃ শুধু সেন্টমার্টিন+ছেড়াদ্বীপ, কক্সবাজার বাদ
রাতের বাসে ঢাকা থেকে সরাসরি টেকনাফ, সকালে টেকনাফ পৌঁছে জাহাজে উঠে যাবেন দুপুরে সেন্টমার্টিন পৌঁছে হোটেলে চেক ইন খাবার খেয়ে বীচে গমন, এদিক ওদিক ঘুরাঘুরি
২য় দিন- সকালে ছেড়া দ্বীপ যাওয়া, ১২ টার মধ্যে হোটেলে ফিরে এসে চেক আউট, এদিক ওদিক ঘুরাঘুরি, দুপুরের খাবার খেয়ে জাহাজে উঠা, বেলা টায় টেকনাফের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দিবে সন্ধ্যায় টেকনাফ পৌঁছে ওখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা
বাসের টিকেট, কক্সবাজার সেন্টমার্টিনে হোটেল/রিসোর্ট এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার শিপের টিকেটের জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
ফোন- ০১৮১৬ ৫৮ ৫৭ ৫৭
বাস ভাড়াঃ
ঢাকা-কক্সঃ
নন এসি- ৮০০ টাকা, এসি ১৫০০-২৫০০ টাকা
ঢাকা-টেকনাফঃ
নন এসি- ৯০০ টাকা
কক্স-টেকনাফঃ ১৫০ টাকা
টেকনাফ-সেন্টমার্টিন শিপ ভাড়া-
যাওয়া আসা বাবদ শিপভেদে সর্বনিম্ন ৫৫০ থেকে সর্বোচ্চ ১৬০০ টাকা
ঢাকার কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুল সায়েদাবাদ থেকে অনেক গুলো কোম্পানীর বাস নিয়মিত এই রুটে যাতায়াত করে এসি-নন এসি বিভিন্ন দামের টিকেট আপনি পাবেন
বাসের টিকেট, কক্সবাজার সেন্টমার্টিনে হোটেল/রিসোর্ট এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার শিপের টিকেটের জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
ফোন- ০১৮১৬ ৫৮ ৫৭ ৫৭
ঈদের ছুটিতে সব পর্যটন স্পটে ট্যুরিস্টের চাপ থাকে প্রচুর, আর কক্সবাজার-সেন্টমার্টিনে চাপ তো থাকেই তাই আগেভাগেই বাসের টিকেট, হোটেল বুকিং শীপের টিকেট বুকিং দিয়ে গেলে ঝামেলা থেকে রেহাই পাওয়া, অযথা দৌড়াদৌড়ি করতে হয়না বিশেষ করে শিপের টিকেট টা আগে থেকে বুকিং দিয়ে না গেলে আপনি টেকনাফ গিয়ে পাবেন কিনা শিউর না কারণ শীতকালে প্রতিদিন - টা শিপ গেলেও এই ঈদের সময় মাত্র টি শিপ সেন্টমার্টিন যাবে
পোস্টটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, পরে কখনো যেতে চাইলে কাজে লাগবে
ভ্রমণে গিয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঝামেলার মুখোমুখি হলে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন।
তাদের ২৪ ঘন্টা হটলাইন নম্বর- ০১৭৬৯-৬৯০৭৪০
টুরিস্ট পুলিশ কক্সবাজার অফিস- ০১৭৬৯-৬৯০৭৩২