Sunday 4 September 2016

ছুটিতে ঘুরে আসুন সাজেক ভ্যালি থেকে



এই ঈদের ছুটিতে ঘুরে আসুন সাজেক ভ্যালি থেকে !!
কিভাবে যাবেন? কোথায় থাকবেন? কি কি দেখবেন? টোটাল ট্যুর প্ল্যান-
এই লেখা পড়ার পর সাজকে নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকতে পারে বলে মনে হয়না ।
দিন ০১: ঢাকা থেকে রাতের বাস খাগড়াছড়ি পৌছবে সকাল
৮টার মধ্যে।

শহরের শাপলা চত্বরে নেমে নাস্তা
সেরেই রওনা দেবেন সাজেকের দিকে।জীপ এবং
বাইক পাবেন শাপলা চত্বরেই, রিজার্ভ যেতে হয়,লোকাল
কোন গাড়ি নেই। শাপলা চত্বরের একটু পেছনেই একটি
ব্রিজ আছে, ব্রিজের পাশেই সিএনজি স্টেশন, ওখান
থেকে সিএনজি রিজার্ভ করতে পারবেন। চাইলে লোকাল
সিএনজি-তে দিঘীনালা এসে দিঘীনালা থেকেও বাইক/
সিএনজি/জীপ- সাজেক যেতে পারবেন। শান্তি পরিবহণে
সরাসরি দিঘীনালা এসে দিঘীনালা থেকেও যেতে
পারেন। খাগড়াছড়ি -সাজেক ৩ ঘন্টা সময় লাগে।পথে মাচালং
বাজারে নেমে নাস্তা করে নিতে পারেন। সাজেকে
নেমেই হোটেলে চেক ইন দিয়ে খাবারের অর্ডার
করে নেবেন,অর্ডার না করলে সাজেকে এমনিতে
খাবার পাওয়া যায়না।রুইলুই পাড়ায় বেশকিছু রেস্টুরেন্ট পাবেন
যারা খাবার করে দেয়। ফ্রেশ হয়েই ঘুরে আসতে
পারবেন হেলিপ্যাড ১,২ এলাকা থেকে।বিকেলটা রুইলুই
পাড়াতেই কাটাবেন
দিন০২:খুব ভোরে উঠেই কংলাক পাড়ায় চলে
যাবেন,হেটে যেতে ৩০-৪০ মিনিট লাগবে।কাঁচা রাস্তা এবং
কিছুটা পাহাড় আছে তাই ভালো গ্রিপ আছে এমন জুতো
পড়ে যাবেন। রুইলুই পাড়ার ২নং হেলিপ্যাডের পাশ দিয়ে
সোজা উত্তরে একটি রাস্তা চলে গেছে,সেই রাস্তা
ধরে এগুলেই কংলাক পাড়ায় পৌঁছে যেতে পারবেন। কংলাক
আগে মূলত লুসাই এবং পাংখোয়া অধ্যূষিত পাড়া ছিলো।এখন
পাংখোয়া নেই বললেই চলে,কিছু লুসাই পরিবার আছে।আর
আছে ত্রিপুরা। কংলাক সাজেকের সর্বোচ্ছ চূড়া। কংলাকে
কারো বাসায় ঢুকতে চাইলে বিনা সংকোচেই ঢুকতে
পারেন,তবে ঢুকার আগে অনুমিত নেয়া ভালো।আর
অবশ্যই জুতোজোড়া বাহিরে রেখে! ওদের রুম
গুলো অনেক পরিপাটি এবং গোছানো থাকে। যেকোন
কারো সাথেই ছবি তুলতে পারবেন,আগে অনুমতি নিয়ে
নেবেন। চাইলে কংলাক থেকে আরো সামনের দিকে
যেয়ে ঘুরে আসতে পারেন।কিছুদূর গেলে কমলা বাগান
দেখতে পারবেন। ঘুরে এসে দুপুরের আগেই গাড়িতে
উঠবেন,আসার পথে বাঘাইহাট এলাকায় হাজাছড়া ঝর্ণা দেখে
আসবেন।রাস্তা থেকে ১০-১৫ মিনিট হাঁটলেই ঝর্ণায় যাওয়া
যায়,যাওয়ার পথে তেমন কোন পাহাড় নেই তাই যে
কেউই যেতে পারে। দিঘীনালার লারমা স্কয়ারে নেমে
উপজাতি রেস্টুরেন্ট -এ লাঞ্চ সেরে নিতে পারেন। গাড়ি
খাগড়াছড়ি পৌছবে সন্ধ্যার আগেই।খাগড়াছড়িতে রাত্রিযাপন।
দিন ০৩:সকালে শহরের শাপলা চত্বর থেকে জীপ
রিজার্ভ নিয়ে চলে যাবেন রিসাং ঝর্ণায়,সাথে করে দুএকটা
পুরনো জিন্স প্যান্ট যেগুলো ফেলে দেয়ার সময়
হয়েছে এমন প্যান্ট নিয়ে যাবেন,কাজে লাগবে! ঝর্ণা
থেকে আসার সময় আলুটিলা প্রাকৃতিক সুড়ঙ্গ দেখে
আসবেন।সুড়ঙ্গে ঢোকার জন্য মশাল কিনতে পারবেন
ওখান থেকেই,তবে মোবালের ফ্ল্যাশলাইটই সবচেয়ে
ভালো,মশালের আলোতে কিছুই দেখা যায়না,ওইটা শুধু
সুড়ঙ্গের ভেতরে ছবি তোলার কাজে লাগে! grin
emoticon ফিরে এসে শহরের পানখাইয়া পাড়ায় "সিস্টেম "
রেস্টুরেন্ট-এ লাঞ্চ। বিকেলে শহরের পাশের
জেলাপরিষদ পার্কে পাহাড়, ঝুলন্ত ব্রিজ এবং লেকে
বিকেলটা কাটিয়ে রাতের বাসে ঢাকা,রাতের সব বাস
একসাথেই রাত ৯ টায় ছাড়ে।সব গুলো বাসের কাউন্টারই
শহরের নারকেল বাগান এলাকায় পাবেন।
*যাদের ট্রেকিং-এর অভিজ্ঞতা আছে তারা একদিন সময়
বেশি নিয়ে দিঘীনালার তৈদুছড়া ঝর্ণা এলাকা ঘুরে আসতে
পারেন,একই এলাকায় বেশ কয়েকটি ঝর্ণা পাবেন,যাওয়ার
ঝিরিপথটাও অনেক সুন্দর! সকালে রওনা দিলে ফিরতে
বিকেল হবে,পুরো পথটাই হেটে যেতে হয়।গাইড
নিতে হবে সাথে না হয় চিনবেন না।
*আরো একদিন বাড়তি সময় থাকলে ঘুরে আসতে পারেন
সিজুক ১,২ ঝর্না থেকে।সাজেক রোডের নন্দারাম এলাকা
হয়ে যেতে হবে ঝর্নায়।৬-৭ ঘন্টার ট্রেকিং আসাযাওয়ায়।
গাইড নিতে হবে সাথে।ওখানে স্থানীয় লোক পাবেন
৩০০-৪০০ দিলে ঘুরিয়ে আনবে।
যাবেন যেভাবে :
ঢাকা থেকে এস আলম,সৌদিয়া,শ্যামলী,
ঈগল,ইকোনো,সেন্টমার্টিন (এসি)এবং শান্তি পরিবহনের
বাস আসে খাগড়াছড়ি।দিঘীনালায় শুধু শান্তি পরিবহণ আসে।
ঢাকা-খাগড়াছড়ি ভাড়া ৫২০ টাকা,এসি ৮০০ টাকা।ঢাকা-দিঘীনালা ৫৭০
টাকা। চট্রগ্রাম থেকে ১ঘন্টা পরপর শান্তি পরিবহণ ছাড়ে
খাগড়াছড়ির উদ্দেশ্যে,সকাল ৬/৭ টা থেকে রাত ৮টা
পর্যন্ত পাবেন,তবে বিকেল ৫টার পরে লাস্ট বাস ৮টায়,এর
মাঝে আর বাস নেই। চট্রগ্রাম -খাগড়াছড়ি ভাড়া ১৯০ টাকা,
চট্রগ্রাম-দিঘীনালা ২৪০ টাকা। খাগড়াছড়ি থেকে সাজেক
জীপ রিজার্ভ পাবেন ৯০০০+,একদিন দিয়ে আসবে,আবার
যেদিন ফিরবেন সেদিন যেয়ে নিয়ে আসবে এবং
আশপাশের স্পট ঘুরে দেখানোর জন্য এই ভাড়া।সকালে
গিয়ে বিকেলে ফিরে আসলে ৫০০০+। দিঘীনালা-সাজেক
৭০০০+,দিনে দিনে ফিরে আসলে ৪০০০+।বাইক পাবেন
দিঘীনালা-সাজেক একবার দিয়ে আসার জন্য ৬০০+
নিবে,দুইজন যাওয়া যায় এক বাইকে।বলে রাখলে যেদিন
ফিরবেন সেদিন গিয়ে নিয়ে আসবে। সাধারণত সাজেকে
কোন পরিবহণ পাওয়া যায়না,তাই যে গাড়িতে যাবেন তাদের
সাথে কথা বলে রাখবেন ফিরে আসার ব্যাপারে। শাপলা
চত্বর থেকে আলুটিলা প্রাকৃতিক সুড়ঙ্গ এবং রিসাং ঝর্ণা
যাওয়াআসা জীপ রিজার্ভ ভাড়া নিবে ১৫০০-২০০০ টাকা। যে
গাড়িতেই যান দরদাম করে ভাড়া ঠিক করবেন,এই রোডে
নির্দিষ্ট করে কোন ভাড়া ঠিক করা নেই।
কোথায় থাকবেন:
ক্লাব হাউজ : এটি মূলত ওখানকার উপজাতিদের জন্য
সেনাবাহিনী নির্মাণ করে দিয়েছে।বড় হল রুম,ফ্লোরিং
করে থাকতে হয়,বেড ওরাই দিবে।ভাড়া প্রতিজন ১৫০ টাকা
খাবারের ব্যাবস্থা স্থানীয় রেস্তোরাঁয় করে নিতে
পারবেন,ওদেরকে ১ঘন্টা আগে বলে রাখলেই করে
দিবে।
আলো রিসোর্ট : এনজিও সংস্থা আলো পরিচালিত
রিসোর্ট "আলো"।এখানে সিংগেল বেড ভাড়া
৭০০টাকা,ডাবল বেড ১০০০টাকা। আলো রিসোর্টের
গ্রাউন্ড ফ্লোরেও থাকার ব্যাবস্থা আছে,প্রতিজন
২৫০টাকা,ধারণক্ষমতা ১৫/২০ জন। আলো রিসোর্টের বুকিং
এর জন্য; ruilui, sajek : 01863 606906 head office :
01755 556699 tel: 0371-62067
সাজেক রিসোর্ট : সাজেকের রুইলুই পাড়ায় ঢুকে
প্রথমেই রাস্তার বাম পাশে বাংলাদেশ সেনাবাহিনী কতৃক
নির্মিত সাজেক রিসোর্টের অবস্থান। পাঁচটি ফ্যামিলি থাকার
মত ব্যাবস্থা রয়েছে এই রিসোর্টে। ভাড়া ৭০০০-১২০০০
টাকা।
রিসোর্ট রূনময়: এটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত
রিসোর্ট।এটি রুইলুই পাড়ার একেবারে শেষ প্রান্তে,এর
আশেপাশে কোন বসতি নেই।ভাড়া ৪৫০০-৪৯৫০ টাকা।
এখানেও পাঁচটি ফ্যামিলি থাকার মত ব্যাবস্থা রয়েছে।
রিসোর্ট রূনময় এবং সাজেক রিসোর্টের বুকিং এবং বিস্তারিত
এখানে - www.rock-sajek.com
এছাড়া সাজেকে স্থানীয়দের বাসায় থাকা যায় ১৫০-২০০
টাকায়।
*শান্তি পরিবহণ দিঘীনালা
কাউন্টার-০১৮৫৫৯৬৬১৪,০১৮১৩২৬৮৯১৯। কলাবাগান কাউন্টার
-০১১৯০৯৯৪০০৮,০৪৪৭৭৭০১১৯১ কমলাপুর কাউন্টার
-০১১৯১১৯৭২৯৭।
*খাগড়াছড়ি শহরে থাকতে পারেন হোটেল ইকোছড়ি
ইন-এ। শহর থেকে একটু বাহিরে পাহাড়ের উপর নিরিবিলি
পরিবেশে গড়ে উঠেছে হোটেলটি। ফোন: ০১৮২৮
৮৭৪০১৪
*যারা তৈদুছড়া যাবেন তারা ভালো গ্রিপ আছে
এমন জুতা আনবেন, সাথে দড়ি রাখবেন,কাজে লাগবে।
*বৃষ্টি হলে রাতে সাজেকে ঠাণ্ডা লাগে,তাই হাকলা কিছু
প্রস্তুতি নিয়ে আসবেন।
*রেইনকোট আনতে ভুলবেন না।
*শুক্র এবং শনিবারেই পর্যটকের সমাগম হয়
বেশি,সেক্ষেত্রে খাগড়াছড়িতে জীপ না পেলে
দিঘীনালা থেকে জীপ নেবেন। দিঘীনালাতেও না
পেলে অপেক্ষা করবেন,অন্য রোডের জীপ
গুলো আসলে যেকোনো একটার সাথে কথা বলে
নিয়ে যাবেন।
*সাজেকে বারবিকিউ করা যায়,তবে সব উপকরণ দিঘীনালা
থেকে নিয়ে যাওয়াই ভালো।
*সাজেকে ঘোরার জন্য গাইডের প্রয়োজন নেই।
অনেকেরই ভুল ধারনা আছে সাজেক যেতে হলে
আগে থেকে আর্মির অনুমতি নিতে হয়। বাস্তবতা হচ্ছে
সাজেক যেতে হলে তেমন কিছু করতে হয়না। তবে
নিজের গাড়ি নিয়ে সাজেক যেতে চাইলে যাওয়ার পথে
আপনাকে চারটি আর্মি এবং একটি পুলিশ ক্যাম্পে আপনারা কিছু
তথ্য দিতে হবে(এই রোডের কোন গাড়ি রিজার্ভ করে
গেলে এই কাজ গুলো গাড়ির স্টাফই করবে)।
মেঘের রাজ্য সাজেক সম্পর্কিত কিছু কমন প্রশ্নের
উত্তর!
*সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন,
তবে যেতে হয় খাগড়াছড়ির দিঘীনালা হয়ে।
*ঢাকা-খাগড়াছড়ি বাস পাবেন,ভাড়া ৫২০ টাকা,এস আলম,সৌদিয়া,ঈগল,
শ্যামলী, শান্তি এবং সেন্টমার্টিন(এসি) পরিবহণের বাস চলাচল
করে এই রোডে। ঢাকা-দিঘীনালা বাস ভাড়া ৫৭০
টাকা,খাগড়াছড়ি -সাজেক জীপ রিজার্ভ ৯০০০+। দিঘীনালা-
সাজেক জীপ রিজার্ভ ৭০০০+ যাওয়াআসা মিলিয়ে(একদিন
দিয়ে আসবে আরেকদিন যেয়ে নিয়ে আসবে এবং
আশপাশের স্পট গুলো ঘুরিয়ে আনবে)সকালে গিয়ে
বিকেলে ফিরে আসলে ৪০০০+। দুইতিনজন হলে বাইক/
সিএনজি-তে যাওয়া যায়,বাইকে দুজন ৬০০+ শুধু যাওয়ার
জন্য,সিএনজি রিজার্ভ ৩০০০+ যাওয়াআসা।
*একটি জীপ১৫ জন যাওয়া যায়।
*দিঘীনালা থেকে সাজেক যেতে দুই আড়াই ঘন্টা লাগে।
*এই রোডে কোন লোকাল পরিবহণ নেই।
*সাজেকে কোন গাড়ি পাওয়ার সম্ভাবনা খুবই কম,তাই যে
গাড়িতে যাবেন তাদের সাথেই আসার ব্যাপারে কথা বলে
রাখবেন।
*সাজেকে হোটেল রিসোর্ট -এর পাশাপাশি
স্থানীয়দের বাসায় থাকা যায়।
* আর্মি পরিচালিত সাজেক রিসোর্ট এবং রিসোর্ট রূনময়ের
সকল তথ্য পাবেন www.rock-sajek.com -এ।
আলো রিসোর্ট -এ বুকিং-এর জন্য-ruilui, sajek : 01863
606906 head office : 01755 556699 tel: 0371-62067
*সাজেকে সর্বনিম্ন ১৫০ টাকায় থাকা যায়।১৫০ টাকায়
মোটামুটি মানের খাবার পাওয়া যায়।
*ক্যাম্পিং করা যায় তবে ডিউটি আর্মি অফিসারের অনুমতি
সাপেক্ষে।
*সাজেকে নিরাপত্তার কোন সমস্যা নাই।
*২জন যান অথবা ১০জন যান প্রতিজন ৪০০০ টাকার মধ্যেই
ট্যুর শেষ করা সম্ভব।
*সাজেকে বিদ্যুৎ নেই,সবকিছু সোলারে চলে,এমনকি
ল্যাম্পপোস্টও!
*সাজেকের রুইলুই পাড়া থেকে কংলাক পাড়া যেতে প্রায়
৩০-৪০মিনিট লাগে।
*প্রাইভেট কার নিয়ে সাজেক যাওয়া যায়।
*রবি এবং টেলিটক ছাড়া আর কোন নেটওয়ার্ক নেই ,রবি
অপেক্ষাকৃত ভালো।
*সাজেকে যাওয়ার উপযুক্ত সময় সারাবছরই, যখনি যান
সাজেকের একটা রুপ পাবেনই,সাজেক আপনাকে
কখনোই নিরাশ করবেনা। (তবে আমার ভালো লাগে
বর্ষার বিকেলের সাজেক এবং শরৎ অথবা হেমন্তে
সাজেকের পূর্ণিমারাত!)
*সাজেকের উচ্চতা ১৮০০ ফুট (আমি নিজে মেপে
দেখিনি,তবে আর্মি যেদিন তাদের যন্ত্রপাতি দিয়ে
মাপছিলো সেদিন সেখানে থাকার সৌভাগ্য হয়েছিলো!)
*যদি আর্মি অফিসারদের কোন অনুষ্ঠান না থেকে থাকে
তাহলে রাতে যতক্ষণ ইচ্ছে বাহিরে থাকতে পারবেন।
অফিসার গেলে সাধারণত ১১/১২ টার পরে বাহিরে থাকতে
দেয়না।
*২-৩ ঘন্টা সময় নিতে ঘুরে আসতে পারেন সিকাম তৈসা
ঝর্ণা,স্থানীয় কাউকে নিয়ে নেবেন গাইড
হিসেবে,৩০০-৪০০ টাকা দিলেই হবে। *মিনারেল
ওয়াটার,বিস্কিট, সিগারেট এই ধরনের ছোটখাটো জিনিষ
সাজেকে পাওয়া যায়,কষ্ট করে বয়ে নিয়ে যাওয়ার
প্রয়োজন নেই।
*সর্বশেষ একটি গোপন প্রশ্নের ওপেন উত্তর দেই!
সাজেকে বিয়ার, হুইস্কি অথবা এই টাইপের কিছু এখন পাওয়া
যায় না।স্থানীয় আদিবাসীদের তৈরি একটি পানীয় পাওয়া
যায়,তবে ওইটা খেলে খুব মাথা ঘোরায় এবং আপনি সোজা
হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না,যেখানেই দাঁড়াবেন
সামনেপিছনে এবং ডানেবামে দুলতে থাকবেন!এটা
থেকে দূরে থাকাই ভালো!)
দীঘিনালার চাঁদের গাড়ির ড্রাইভার রাজ - ০১৮২০৭৪১৬৬২, ০১৮৪৯৮৭৮৬৪৯ । শিবু- ০১৮২০৭৪৬৭৪৪ । সাজেক যেতে গাইডের তেমন দরকার নেই । তবুও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন । আজম(গাইড , দীঘিনালা) - ০১৫৫৭৩৪৬৪৪২, ০১৭৩৭৪৪২২৭২ ।
NB: যেখানেই ঘুরতে যান না কেন, খেয়াল রাখবেন আপনার এবং ভ্রমণসঙ্গীদের দ্বারা পরিবেশের যেন কোন ধরণের ক্ষতি না হয় । স্থানীয়দের সাথে সুন্দর ও মার্জিত আচরণ করবেন ।
যে কোন ধরণের উচ্ছিষ্ট (খালি প্যাকেট বা বোতল বা এই টাইপের সব কিছুই) সাথে করে নিয়ে আসবেন, প্রকৃতির কোলে রেখে আসবেন না ।
শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে ।
এই টাইপের আরও লেখা পড়তে আমাদের পেইজটা চেক করতে পারেন-
পেইজ লিঙ্ক- Sylhet & Coxsbazar Tourist Spots
পোস্ট লেখকঃ শাহীন কামাল