Sunday 4 December 2016

লাল শাপলার রাজ্য, ডিবির বিল, জৈন্তাপুর, সিলেট (dhibir bill jointapur)

লাল শাপলার রাজ্য, ডিবির বিল, জৈন্তাপুর, সিলেট।
কিভাবে যাবেনঃ শহরের সোবহানীঘাট থেকে জাফলংগামী বাস অথবা বন্দর শিশু পার্ক এর সামন থেকে লেগুনা করে যেতে পারবেন। লেগুনা তে জনপ্রতি ৩৫ টাকা ভাড়া নিবে জৈন্তাপুর বাজার পর্যন্ত আর বাসে নিবে ৩০টাকা। জৈন্তা বাজার থেকে ব্যাটারি চালিত টমটম অথবা হেটেও যেতে পারবেন। ডিবির বিলে। বিলে ছোট ছোট নৌকা আছে ঘুরে বেড়ানোর
জন্য। ছোট নৌকাতে দুইজন বসা যায়, ভাড়া নিবে ১০০-১৫০ টাকা আর বড় নৌকাতে ৫ জন বসতে পারবেন, ভাড়া নিবে ২০০-২৫০। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে শাপলা ফুল ভোর সকালে ফুটে আর সকাল ৯ টা পর্যন্ত ফুটন্ত থাকে, তাই সকাল ৭টার আগেই রওয়ানা দিতে হবে। ভোর সকালে ফুটন্ত হাজার হাজার লাল শাপলা আর ভারতের সুউচ্চ পাহাড়ের রূপ মন ভুলাবেই। তবে অতিরিক্ত এবং অযথা ফুল চেড়া থেকে বিরত থাকুন।
COLLECTED